সুদীপ ব্যানার্জী, শিলিগুড়ি: চিকিৎসার গাফিলতিতে রোগীর মৃত্যু হওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল শিলিগুড়ির বিধাননগর এলাকা। জানাগিয়েছে মৃত রোগীর নাম লক্ষ্মীরাম হাঁসদা।সূত্রের পাওয়া খবর অনুযায়ী জ্বর এবং বুকে ব্যাথা নিয়ে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি হয় লক্ষ্মীরাম হাঁসদা। এরপর কর্মরত এক নার্স ইঞ্জেকশন দিলে তিনি বাড়ি ফিরে যান।এরপর কয়েক ঘন্টা পর মৃত্যু হয় রোগীর। এই খবর ছড়িয়ে পড়তেই উত্তেজনা ছড়িয়ে পড়ে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র।খবর পেয়ে ছুটে আসে বিধাননগর থানার পুলিশ। অন্যদিকে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক এই পুরো ঘটনাই রোগীর পরিবারের উপর চাপিয়েছে।চিকিৎসক দুর্লভ রায় বলেন " পরিবারকে জানিয়ে দেওয়া হয়েছিল রোগীকে মেডিক্যাল কলেজে নিয়ে যেতে।পরিবারের লোক কোনো কথাই কর্নপাত না করে বাড়ি নিয়ে যায়।"