সুদীপ ব্যানার্জী, শিলিগুড়িঃ রাস্তায় নকল সোনা ফেলে রেখে প্রতারণার দায়ে শনিবার ফিরোজ শেখ নামে ব্যাক্তিকে গ্রেফতার করে পানিট্যাংকি থানার পুলিশ। ধৃত ব্যাক্তিকে রবিবার শিলিগুড়ি আদালতে তোলা হলে তাকে ৮ দিনের পুলিশ রিমান্ডে দেওয়া হয়েছে। জানাগিয়েছে ধৃত ব্যাক্তি রাস্তায় সোনা ফেলে রেখে কাছেই লুকিয়ে থাকতো। কোনো ব্যাক্তি সেই সোনা দেখে তুলতে গেলেই অচেনা এক ব্যাক্তি এসে বলতো আপনি ৩০ হাজার টাকা দিয়ে দেন তাহলে আমি কাউকে কিছু বলবোনা।এরপর সোনা নিয়ে বাড়িতে গেলে দেখাযায় সেটা নকল সোনা। এইধরনের বেশ কয়েকটি হওয়ার পর অভিযোগ পেয়ে পুলিশ তদন্তে নামে শেষপর্যন্ত ফিরোজ শেখ নামে এই ব্যাক্তিকে,গ্রেফতার করে।