শিলিগুড়িতে অ্যাসিড হামলা

author-image
Harmeet
New Update
শিলিগুড়িতে অ্যাসিড হামলা

​সুদীপ ব্যানার্জী, শিলিগুড়িঃ  মহিলার উপর অ্যাসিড হামলা। একমাস পর অভিযুক্ত থানায় এসে আত্মসমর্পণ করলো।জানাগিয়েছে ৩০ শে জুলাই শিলিগুড়ির ৩৫ নং ওয়ার্ডের বাসিন্দা অমরদীপ সাহা নামে এক ব্যাক্তি মহিলার উপর অ্যাসিড হামলা করে।এরপর গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয় মহিলাকে।এই হামলার ফলে মহিলার একটি চোখ দারুণ ভাবে ক্ষতিগ্রস্ত হয়।পরবর্তীতে পরিবার থেকে এন.যে.পি থানায় লিখিত অভিযোগ দায়ের করাহয়।দীর্ঘ একমাস কেটে গেলেও পুলিশ ধরতে পারেনি অভিযুক্তকে।এরপর অভিযুক্ত নিজেই রবিবার থানায় গিয়ে আত্মসমর্পণ করে। এরপর অভিযুক্ত ব্যাক্তিকে জলপাইগুড়ি আদালতে তোলা হয়।