গৃহবধূ খুনের মামলায় উত্তেজনা উত্তর দিনাজপুরে

author-image
Harmeet
New Update
গৃহবধূ খুনের মামলায় উত্তেজনা উত্তর দিনাজপুরে

​সুদীপ ব্যানার্জী, উত্তর দিনাজপুর: গৃহবধূকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। রবিবার দুপুরে ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ায় করণদিঘী থানার লাহুতারা ২ গ্রাম পঞ্চায়েতের সাধিপুর গ্ৰামে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। পরবর্তীতে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেয় রায়গঞ্জ থানার পুলিশ। করণদিঘি থানায় মৃতার পরিবারের তরফে অভিযোগ দায়ের করা হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই গৃহবধূর নাম কনিকা শীল। এদিন দুপুরে স্বামী ও স্ত্রীর বচসা বাঁধে, সেখান থেকেই হাতাহাতি শুরু হয়। এরপরই দুই নাবালক সন্তানের সামনেই গলা টিপে শ্বাসরোধ করে খুন করে স্বামী। পরিবার সূত্রে জানা গিয়েছে, ৮ বছর আগে কালিয়াগঞ্জ থানার বাকচা গ্রামের কনিকা শীলের সঙ্গে করণদিঘি থানার সাদিপুরের বাসিন্দা প্রহ্লাদ শীলের বিয়ে হয়। তাদের ছয় বছরের পুত্র সন্তান ও চার বছরের কন্যা সন্তান রয়েছে। বিয়ের সময় পণ বাবদ দুই লক্ষ টাকা দেওয়ার কথা থাকলেও দেড় লক্ষ টাকা দেওয়া হয়। বকেয়া টাকার জন্য দীর্ঘদিন ধরে মানসিক ও শারীরিক অত্যাচার চলত বলে মৃতার বাবা হরেন শীলের অভিযোগ। করণদিঘি থানা সূত্রে জানাগিয়েছে , পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে । অভিযুক্ত স্বামী পলাতক তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।'