রুখুন আত্মহত্যার প্রবণতা

author-image
Harmeet
New Update
রুখুন আত্মহত্যার প্রবণতা

​নিজস্ব সংবাদদাতাঃ গবেষণা বলছে, মার্কিন দেশে প্রতিদিন গড়ে ১১২ জন  আত্মহত্যা করেন। ১৫-২০ বছর বয়সিদের মধ্যে আত্মহত্যা প্রবণতা বেশি দেখা যায়। আত্মহত্যা সতর্কতার লক্ষণগুলি জেনে রাখা ভাল। সেগুলি হল,

১। মরতে চাওয়া বা নিজেকে হত্যা করার কথা বারবার বলা

২। নিজেকে হত্যা করার উপায় খুঁজছেন

৩। নিরাশ বোধ করা বা বেঁচে থাকার কোনও কারণ না থাকার কথা বলা

৪। আটকা পড়া বা অসহ্য ব্যথার কথা বলা

৫। অন্যের বোঝা হওয়ার কথা বলা

৬। অ্যালকোহল বা ওষুধের ব্যবহার বাড়ানো

৭। উদ্বিগ্ন বা উত্তেজিত আচরণ করে অভিনয় করা, বেপরোয়া আচরণ করা

৮। খুব কম ও খুব বেশি ঘুমানো