অফিস যাত্রীদের জন্য ডায়েট প্ল্যান!

author-image
Harmeet
New Update
অফিস যাত্রীদের জন্য ডায়েট প্ল্যান!

​নিজস্ব সংবাদদাতাঃ  ন’টা-ছ’টার অফিস আর ঘর-সংসার সামলানোর পরে শরীর-মনের এমন নয়-ছয় অবস্থা হয় যে সিংহভাগেরই নিয়মিত জিমে গিয়ে ঘাম ঝরানোর ইচ্ছে আর থাকে না।  তার উপরে এখন করোনার প্রকোপে জিম বন্ধ। আর খোলা থাকলেও আমার মনে হয়, অনেকেই সেখানে গিয়ে ঘাম ঝরাতে রাজি হতেন না। পুজোর আগে  এই ডায়েট প্ল্যান ফলো করে ঝড়িয়ে ফেলুন মেদ।বেশি করে খেতে হবে প্রোটিন, ফাইবার এবং কমপ্লেক্স কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবার, তাতে ভিটামিন এবং মিনারেলের চাহিদা তো মিটবেই, সেই সঙ্গে খিদেও কমবে। ফলে কম পরিমাণে খাওয়ার কারণে ওজন বাড়ার আশঙ্কা আর থাকবে না।








১। সকাল আটটার মধ্যে ব্রেকফাস্ট সেরে ফেলতে হবে।

২। তার তিন ঘণ্টা পরে অল্প করে ছোলা, নয়তো ডাবের জল খেতে হবে।

৩। এর সাড়ে তিন ঘণ্টা পরে লাঞ্চ। চেষ্টা করবেন, একটা-দেড়টার মধ্যে দুপুরের খাবার খেয়ে ফেলতে।

৪। বিকালের দিকে অল্প করে ছোলা, নয়তো ভুট্টা, সঙ্গে এক কাপ গ্রিন টি পান মাস্ট।

৫। আর রাতের খাবার সন্ধে সাতটার মধ্যে সেরে ফেলবেন। যদি রাতের দিকে খিদে পায়, তা হলে অল্প করে ছানা খেতে পারেন।

এই সব নিয়মগুলি মানলে ওজন কমতে সময় লাগবে না। তবে ডায়েটিংয়ের পাশাপাশি নিয়ম করে কিছু এক্সারসাইজও করতে হবে। তবেই কিন্তু ১০০ শতাংশ ফল মিলবে।