দিনে দিনে আরও ভয়াবহ হচ্ছে র‍্যুকু দ্বীপে এই আগ্নেয়গিরি

author-image
Harmeet
New Update
দিনে দিনে আরও ভয়াবহ হচ্ছে র‍্যুকু দ্বীপে এই আগ্নেয়গিরি

​নিজস্ব সংবাদদাতাঃ বিস্ফোরক কার্যকলাপ অব্যাহত রয়েছে। আগ্নেয়গিরির ছাই উপদেষ্টা কেন্দ্র (ভিএএসি) টোকিও একটি আগ্নেয়গিরির ছাই প্লাম সম্পর্কে সতর্ক করেছে যা আনুমানিক ১৩০০০ ফুট (৪০০০ মিটার) উচ্চতা বা ফ্লাইট স্তর ১৩০ পর্যন্ত বেড়েছে এবং উত্তর-পূর্ব দিকে ১০ কেটি এ এগিয়ে চলেছে।