হরি ঘোষ, অন্ডাল: রবিবার ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণণ-এর জন্মদিবস এর শুভলগ্নে শিক্ষক দিবস উপলক্ষে স্থানীয় শিক্ষকদের সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান হল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের তরফে। এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হলো অন্ডালের চনচনি কলিয়ারী এলাকার একটা হলে।
আজকের এই বিশেষ দিনে মানুষ গড়ার কারিগর শিক্ষকদের সম্মান জ্ঞাপন, তার সাথে সাথে তাদের সংবর্ধনাও দেওয়া হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার প্রায় ২০ জন বিশিষ্ট শিক্ষক। তাদের মধ্যে ছিলেন উখরা কুঞ্জ বিহারী ইনস্টিটিউশনের প্রাক্তন প্রধান শিক্ষক শিবকৃষ্ণ ব্যানার্জি। এছাড়াও শিক্ষকদের সাথে সাথে পুলিশের তরফে উপস্থিত ছিলেন এসিপি অন্ডাল তহির আনোয়ার সাহেব, সিআই বি কৃষ্ণেন্দু বিশ্বাস, ওসি অন্ডাল শান্তনু অধিকারী, ওসি পান্ডবেশ্বর রবীন্দ্রনাথ দলুই, ছিলেন ফরিদপুর থানার ওসি পলাশ মন্ডল, এছাড়াও ছিলেন উখরা ফাঁড়ির আইসি নাসরিন সুলতানা প্রমুখ। আজকের দিনে প্রাক্তন প্রধান শিক্ষক শিবকৃষ্ণ ব্যানার্জি মহাশয় জানান, সমাজে শিক্ষকই একমাত্র শ্রেণি যারা প্রত্যেকের প্রণাম এর যোগ্য। তাই শিক্ষকদের সম্মান করা প্রয়োজন। এর সাথে সাথে তিনি বর্তমান শিক্ষকদের উদ্দেশ্যে বলেন যে প্রকৃত শিক্ষক হতে হবে। কারণ ছাত্ররাই একমাত্র শিক্ষকদের বিচারক।