নিজস্ব সংবাদদাতাঃ রাজ্যের সরকারি কলেজে চাকরির সুযোগ। পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকে পুরুষ- মহিলা উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। কেন্দ্রীয় সরকারের ঘনি খান চৌধুরী ইন্সটিটিউট অফ ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজিতে প্রার্থী নিয়োগ করা হবে। এই কলেজ মালদা জেলায় অবস্থিত। কোন কোন পদে নিয়োগ করা হবে, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, আবেদন পদ্ধতি সহ রইলো বিস্তারিত।
পদের নাম- সিকিউরিটি অফিসার।
শূন্যপদ- ১ টি।
শিক্ষাগত যোগ্যতা- যেকোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যেকোন শাখায় স্নাতক সঙ্গে সংশ্লিষ্ট শাখায় ৫ বছরের কাজের অভিজ্ঞতা।
বয়স- প্রার্থীর বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে।
বেতন- প্রতিমাসে ৫৩,১০০ টাকা।
পদের নাম- অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার।
শূন্যপদ- ১ টি।
শিক্ষাগত যোগ্যতা- যেকোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যেকোন শাখায় স্নাতকে প্রথম বিভাগে পাস অথবা ইন্জিনিয়ারিং এ স্নাতক।
বয়স- প্রার্থীর বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে।
বেতন- প্রতিমাসে ৫৩,১০০ টাকা।
পদের নাম- P.A to Director.
শূন্যপদ- ১ টি।
শিক্ষাগত যোগ্যতা- যেকোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যেকোন শাখায় স্নাতক সঙ্গে স্টেনোগ্রাফিতে ইংরেজিতে অন্ততপক্ষে প্রতি মিনিটে ১০০ টি শব্দ লেখার স্পিড থাকতে হবে।
বয়স- প্রার্থীর বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে।
বেতন- প্রতিমাসে ৩৫,৪০০ টাকা।
আবেদন পদ্ধতি- আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করার জন্য প্রয়োজনীয় ওয়েবসাইট টি হল www.gkciet.ac.in , অনলাইনে আবেদন করার শেষ তারিখ ৩০/০৯/২০২১
আবেদন ফি- জেনারেল/ OBC/ EWS প্রার্থীদের জন্য ১৫০০ টাকা এবং SC/ ST প্রার্থীদের জন্য ৫০০ টাকা আবেদন ফি হিসেবে ধার্য করা হয়েছে। PWD প্রার্থীদের জন্য কোন আবেদন ফি লাগবে না।