নিজস্ব সংবাদদাতাঃ
মার্কিন বাহিনীর দেশছাড়া ও পঞ্জশীর দখলের আনন্দে তালিবানিদের বিজয় উৎসবে নিষেধাজ্ঞা জারি করা হল। তালিবান মুখপাত্র জাবিদুল্লাহ মুজাহিদ টুইট করে তালিব বাহিনীকে অনুরোধ করেন, তারা যেন এরকম হিংসাত্মক পদ্ধতিতে জয়ের উৎসব পালন না করে। তিনি লেখেন, “শূন্যে গুলি না চালিয়ে ঈশ্বরকে ধন্যবাদ জানাও। তোমাদের হাতে অস্ত্র-শস্ত্র রয়েছে ঠিকই, কিন্তু সেগুলি বিনা প্রয়োজনে নষ্ট করার অধিকার কাউকে দেওয়া হয়নি। শূন্যে গুলি চালানোয় সাধারণ মানুষ আহত হতে পারেন, সুতরাং বিনা প্রয়োজনে গুলি চালানো বন্ধ করো।”
তালিবানের হাতে বর্তমানে যে অস্ত্রভাণ্ডার হয়েছে, তার মধ্যে অধিকাংশই মার্কিন বাহিনীর ফেলে যাওয়া। সেই অস্ত্রভাণ্ডারই বিনা প্রয়োজনে নষ্ট না করার নির্দেশ দেওয়া হল এ বার।