লড়াই জারি পঞ্জশীরে

author-image
Harmeet
New Update
লড়াই জারি পঞ্জশীরে

​নিজস্ব সংবাদদাতাঃ 

কার্যত গোটা আফগানিস্তানের এখন তালিবানদের হাতের মুঠোয়। কিন্তু গোটা আফগানিস্তান দখল হলেও বাধা আসে পঞ্জশীরে। ব্যাপক লড়াই চলছে হিন্দু কুশের উপত্যকায়। প্রথম থেকে পিছু হটলেও শেষমেশ নর্দান অ্যালায়েন্সকে প্রতিহত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা।  তালিবানদের দাবি এবার তারা প্রবেশ করেছে পঞ্জশীরের গভর্নরের অফিসের অন্দরে। কার্যত তোলপাড় করেছে সশস্ত্র তালিব সদস্যরা।

যদিও সরকারিভাবে কোনও বক্তব্য সেভাবে তালিবানদের তরফে আসেনি। যদিও শনিবার শেষবেলায় তালিবান দাবি করেছে, যে তারা পঞ্জশীরের গভর্নরের অফিসে ঢুকে পড়েছে। সূত্রের খবর পঞ্জশীর প্রদেশের রাজধানী বাজারাকে প্রবেশ করেছে তালিবান। তবে কি শেষ রক্ষা হল না নর্দান অ্যালায়েন্সের? সেই উত্তর এখনও স্পষ্ট নয়। তালিবানের তরফে দাবি করা হয়েছে, হিন্দুকুশ পর্বতমালার কোলে থাকা সেই উপত্যকা এখন তাদেরই দখলে। যদিও নর্দান অ্যালায়েন্সের পাল্টা দাবি, তারা মোটেই হার মানেনি এখনও।