নিজস্ব সংবাদদাতাঃ গরমকালে সান ট্যান এড়ানোর জন্যে সানস্ক্রিন বা ফুলহাতা জামা পরার পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞরা। তবে ট্যান রিমুভ করতে নারকেল তেলের তুলনা নেই। নারকেল তেল ব্যবহার করে ঘরোয়া পদ্ধতিতেই সম্ভব সান ট্যান রিমুভ করা। জেনে নিন কিভাবে।
১) কফি, ওয়ালনাট, বিট নুন এবং নারকেল তেল একসঙ্গে মিশিয়ে ট্যান পড়া জায়গায় লাগান। এইভাবে সপ্তাহে ২ থেকে ৩ বার ব্যবহার করলে উধাও হবে ট্যান।
২) নারকেল তেলের সঙ্গে বেসন, মধু এবং দই মিশিয়ে ট্যানের উপরে লাগালে ধীরে ধীরে ট্যান রিমুভ হবে।