৫ বছর বয়সে পায়ে ত্রুটি ধরা পড়ে প্রমোদের, তাও দমেনি খেলার অদম্য ইচ্ছাশক্তি

author-image
Harmeet
New Update
৫ বছর বয়সে পায়ে ত্রুটি ধরা পড়ে প্রমোদের, তাও দমেনি খেলার অদম্য ইচ্ছাশক্তি

​নিজস্ব সংবাদদাতাঃ মাত্র ৫ বছর বয়সে বাঁ পায়ে ত্রুটি ধরা পড়ে ওড়িশাবাসী ব্যাডমিন্টন প্লেয়ার প্রমোদ ভগতের। ১৩ বছর বয়সে তিনি একটি ব্যাডমিন্টন ম্যাচ দেখতে যান। তারপর থেকেই ব্যাডমিন্টন খেলার প্রতি ভালবাসা জন্মায় তার। পায়ের ত্রুতি খেলার প্রতি অদম্য ইচ্ছা শক্তিকে কখনও দমিয়ে রাখতে পারেনি। আর সেই কারনেই এখনও অবধি ২৪টি স্বর্ণ পদক জয়ী হয়েছেন প্রমোদ ভগত।