সুদীপ ব্যানার্জী, আলিপুরদুয়ার: বাইসনের আক্রমণে মৃত্যু হল আলিপুরদুয়ারের মাদারিহাট ব্লকের এক বনকর্মীর। মৃত বনকর্মীর নাম গৌতম কার্জী। সূত্রের পাওয়া খবর অনুযায়ী তিনি আলিপুরদুয়ারের মাদারিহাট ব্লকের মালংগি বিটে কর্মরত ছিলেন। প্রতিদিনের মতো শনিবার বিকেলে পেট্রোলিঙের সময় আচমকাই বাইসন আক্রমণ করে। অন্য ৩ জন বনকর্মী পালিয়ে যেতে সক্ষম হলেও গৌতম কার্জী পলায়ন করতে পারেননি। এরপর গুরুতর জখম অবস্থায় মাদারিহাট হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।