সুদীপ ব্যানার্জী, আলিপুরদুয়ারঃ পৌরসভা নির্বাচনকে সামনে রেখে পাখির চোখ করে লড়াইয়ের ময়দানে নামতে চলছে আলিপুরদুয়ারের জেলা তৃণমূল কংগ্রেস। জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শহরের ৮ নং ওয়ার্ডে ফ্লাড শেল্টারের নিচে দলীয় কর্মীদের নিয়ে এক বৈঠকের আয়োজন করা হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ারের জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রকাশ চিক বড়াইক, জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সঞ্জীত ধর সহ পৌরসভার প্রশাসক মন্ডলির চেয়ারম্যান প্রসেনজিৎ কর। এই বৈঠকে ঠিক হয় পৌরসভার নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিভিন্ন রনকৌশল নেওয়া হবে। প্রত্যেক নব নিযুক্ত তৃণমূল কংগ্রেসের নেতাদের সংবর্ধনা দেওয়া। পাশাপাশি এই অনুষ্ঠানে ৫০ জন বিজেপি সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগদান করে। উল্লেখ্য বিধানসভা নির্বাচনের সময় তৃণমূল কংগ্রেসের প্রার্থী সৌরভ চক্রবর্তীর হার হয়েছিল তার নিজের এই ৮ নং ওয়ার্ডে। পৌরসভা নির্বাচনের জন্য এই ওয়ার্ড থেকেই রনকৌশল নেওয়ার শুভ সূচনা করা হল।