বাইপাস রাস্তার দাবিতে ব্রিজ অবরোধ বাসিন্দাদের

author-image
New Update
বাইপাস রাস্তার দাবিতে ব্রিজ অবরোধ বাসিন্দাদের

দিগ্বিজয় মাহালী,  পশ্চিম মেদিনীপুর: ডেবরা ব্লকের দীর্ঘদিনের সমস্য ছিল লোয়াদা ব্রিজ। বর্তমান বিধায়কের তৎপরতায় জনসাধারণ নদী পারাপারের সুবিধার্থে ব্রিজ খুলে দেওয়া হলেও এখনো কাটেনি জট, ব্রিজের দুইপাশে বাইপাস রাস্তার দাবিতে গ্রামবাসীরা অবস্থান বিক্ষোভে বসেছেন। দীর্ঘক্ষন অবস্থা বিক্ষোভর পর প্রশাসনের আশ্বাসে বিক্ষোভ তুলে নেয় গ্রামবাসীরা। স্থানীয়দের দাবি, এক ব্যাক্তি জায়গা না দেওয়ায় এই সমস্যার সৃষ্টি হয়েছে, যার ফলে ঘুর পথে যাওয়া আসা করতে হচ্ছে ব্রিজ সংলগ্ন এলাকার মানুষজনকে।

এছাড়াও গ্রামবাসীদের দাবি, ব্রিজের দুই পাশে দুটি সিঁড়ি এবং ১ মাসের মধ্যে  ব্রিজের বাইপাস রাস্তা চাই, তা না হলে ব্রিজ উদ্বোধন করতে দেবেন না গ্রামবাসীরা। ডেবরার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী ডঃ হুমায়ুন কবীর জানান,  বিষয়টি আমার কানে এসেছে। যারা অবস্থানে বসেছে তাদেরকে বলেছি বিকল্প রাস্তার খোজ দাও, বাইপাস রাস্তা বানিয়ে দেব। যে ব্যাক্তির কারণে বাইপাস রাস্তা হচ্ছে না, তার দাবি মানা যাবে না। মা মাটি মানুষের সরকার অনৈতিক কাজ করবে না। আমরা সমস্ত রকমের সুবিধা দেবার কথা বলিকিন্তু ঐ ব্যাক্তি মানতে রাজি নন।