নিজস্ব সংবাদদাতাঃ শনিবার টোকিও প্যারালিম্পিক্সে প্যারা-ব্যাডমিন্টনের মিক্সড ডাবলস সেমিফাইনালে ভারতের প্রমোদ ভগত-পলক কোহলি জুটি মুখোমুখি হয়েছিলেন ইন্দোনেশিয়ার ওআর লিয়ানি এবং সুশান্ত হ্যারি জুটির। সেই ম্যাচে ০-২ ফলে পরাজিত হয়েছে ভারতীয় জুটি। প্রমোদ এবং পলক রবিবার ব্রোঞ্জ পদকের ম্যাচ খেলতে নামবেন।