তৃণমূলের মিছিলে মহিলা কর্মীদের মধ্যে ব্যাপক মারামারি!

author-image
New Update
তৃণমূলের মিছিলে মহিলা কর্মীদের মধ্যে ব্যাপক মারামারি!

রাহুল পাসোয়ান, আসানসোল: তৃণমূলের দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে আয়োজিত মিছিলে এবার জেলা চেয়‍্যারম্যান-এর উপস্থিতিতে দলীয় মহিলা কর্মীদের মধ্যে ব্যাপক মারামারিকে কেন্দ্র করে ছড়িয়ে পড়ল উত্তেজনা। আসানসোলের কুলটি বিধানসভা অন্তর্গত লচিপুর মোড় থেকে নিউ রোড পর্যন্ত তৃণমূলের তরফ থেকে এক মিছিলের আয়োজন করা হয়। সেখানেই দুই মহিলা তৃণমূল সমর্থকের বচসা থেকে মারামারিতে জড়িয়ে পড়তে দেখা যায়। পরে অন্যান্য কর্মীরা তাদের ছাড়িয়ে নেয়। কিন্তু প্রকাশ্যে রাস্তার মধ্যে মিছিল চলাকালীন অবস্থায় এই ধরনের গোষ্ঠী সংঘর্ষ যে তৃণমূলের ভাবমূর্তি কার্যত নষ্ট করল তা হয়তো বলাই বাহুল্য।

এই বিষয়ে তৃণমূল নেতা পূর্ণেন্দু রায় বলেন, ওইগুলো কোন কিছুই নয়। ওইগুলো সংবাদমাধ্যমই তুলে ধরছে বলে তিনি বলেন। তবে এই ঘটনাকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নয় বলেই দাবি করলেন তৃণমূল নেতা পূর্ণেন্দু রায়।