সুদীপ ব্যানার্জী, শিলিগুড়ি: বিধানসভা নির্বাচনে জয়ের পর প্রথম উত্তরবঙ্গ সফরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ৫ সেপ্টেম্বর রবিবার উত্তরবঙ্গ সফরে আসবেন মুখ্যমন্ত্রী।থাকতে পারেন চার থেকে পাঁচ দিন। উত্তরবঙ্গে পাঁচ দিনের সফর রয়েছে মুখ্যমন্ত্রীর জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে। কলকাতা থেকে বাগডোগরা বিমানবন্দরে নেমে সোজা উত্তরবঙ্গের শাখা সচিবালয় উত্তরকন্যায় যাওয়ার কথা রয়েছে তার। সচিবালয়েই উত্তরের আট জেলার পুলিশ প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে জেলার উন্নয়ন, আইনশৃঙ্খলা নিয়ে প্রশাসনিক বৈঠক করবেন তিনি। আর মুখ্যমন্ত্রীর সফরের আগে তৎপরতা তুঙ্গে রয়েছে প্রশাসনিক আধিকারিকদের মধ্যে। ইতিমধ্যে উত্তরকন্যাকে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। পাশাপাশি উত্তরকন্যা সংলগ্ন কাঞ্চনবাড়ি ময়দানে আয়োজিত দুয়ারে সরকার শিবির পরিদর্শনেও যাওয়ার কথা রয়েছে তার। ওই বিষয়ে জলপাইগুড়ি জেলা পরিষদের সদস্য দেবাশীষ প্রামাণিক বলেন, মুখ্যমন্ত্রীর নির্বাচনের পর এই প্রথম উত্তরবঙ্গ সফর। ইতিমধ্যে সেইমতো পদক্ষেপ করা হয়েছে।