জলপাইগুড়ির নিখোঁজ দুই ছাত্রীকে উদ্ধার করল পুলিশ

author-image
New Update
জলপাইগুড়ির নিখোঁজ দুই ছাত্রীকে উদ্ধার করল পুলিশ

সুদীপ ব্যানার্জী, জলপাইগুড়ি: নিখোঁজ হওয়ার ২৪ দিন পর জলপাইগুড়ি রাজগঞ্জের  দুই ছাত্রীকে উদ্ধার করল পুলিশ। শুক্রবার দক্ষিণ ২৪ পরগনা থেকে ওই দুই ছাত্রীকে উদ্ধার করা হয়। রাজগঞ্জের পানিকৌরি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা ১৮ বছরের এক স্কুল পড়ুয়া ও তার আত্মীয় বাহাদুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা ১৬ বছরের আরও এক কিশোরী সম্প্রতি নিখোঁজ হয়ে যায়। বেলাকোবা ফাঁড়ির পুলিশ পরিবারের সদস্যদের নিয়ে কলকাতায় পাড়ি দেয়। নিখোঁজ দুই ছাত্রীর মধ্যে একজনের মোবাইল চালু থাকায় সেটি ট্র্যাক করে জানা যায় তারা দক্ষিণ ২৪ পরগনার সুভাষগ্রাম এলাকায় রয়েছে। এরপর পুলিশ তাদের গড়িয়াহাটে এক শপিং মলের সামনে থেকে উদ্ধার করে। ঘরের মেয়ে ফিরে আসায় খুশি পরিবারের সদস্যরা। কোনও দুষ্ট চক্রের খপ্পরে পড়ে তারা নিখোঁজ হয়েছিল বলে মনে করা হচ্ছে। অন্যদিকে রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় দুই ছাত্রীকে উদ্ধার করে আনায় পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন।