জল নামার পর জোরকদমে চলছে রাস্তা সংস্কারের কাজ

author-image
New Update
জল নামার পর জোরকদমে চলছে রাস্তা সংস্কারের কাজ

সুদীপ ব্যানার্জী, আলিপুরদুয়ার: জল নামার পর জোরকদমে রাস্তা সংস্কারের কাজ শুরু করলো মহাসড়ক কর্তৃপক্ষ। রীতিমতো জে.সি.বি মেশিন দিয়ে সংস্কার করা হচ্ছে রাস্তার। উল্লেখ্য বৃহস্পতিবার রাতভর টানা বৃষ্টিতে ডুবেছিল আলিপুরদুয়ারের ফালাকাটার চরতোর্ষার ডাইভারশন। ভারী বৃষ্টির ফলে জল বেড়ে যায় ফালাকাটার চরতোর্ষা নদীর। তার জেরে বৃহস্পতিবার সকালে ফের ডুবে যায় চরতোর্ষা ডাইভারশন। বৃহস্পতিবার থেকেই সড়কপথে ফালাকাটার সঙ্গে জেলা সদর আলিপুরদুয়ারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এনিয়ে বার বার সাধারণ মানুষের ভোগান্তি চরমে উঠেছে। ফালাকাটা-সলসলাবাড়ির এই রাস্তায় চলছে ফোর লেনের মহাসড়কের কাজ। ২০১৭ সালের বন্যায় ভেঙে যায় চরতোর্ষা কাঠের সেতু। তারপর ভাঙা সেতুর পাশেই হিউমপাইপ বসিয়ে ডাইভারশন তৈরি করা হয়। কিন্তু প্রতি বছর বর্ষায় এই ডাইভারশন নদীর জলচ্ছ্বাসে ভেঙে যায়। এবারও গত ২১ অগাস্ট নদীর জল বেড়ে যাওয়ায় এই ডাইভারশন ভেঙ্গে যায়। চারদিন যোগাযোগ বন্ধ থাকে। জল কমতেই দ্রুত এই ডাইভারশন সংস্কার করা হচ্ছে বলে জানিয়েছে মহাসড়ক কর্তৃপক্ষ।