তবে কি এবার তালিবান সরকারের নেতৃত্বে বসবেন বারাদার?

author-image
Harmeet
New Update
তবে কি এবার তালিবান সরকারের নেতৃত্বে বসবেন বারাদার?

​নিজস্ব সংবাদদাতাঃ  তালেবানের সহ-প্রতিষ্ঠাতা মোল্লা বারাদার একটি নতুন আফগান সরকারের নেতৃত্ব দেবেন।  যা কিনা শীঘ্রই ঘোষণা করা হবে। ইসলামপন্থী দলের সূত্র শুক্রবার এ কথা জানিয়েছে। তারা অর্থনৈতিক পতন প্রতিরোধের চেষ্টা করার সময় বিদ্রোহী যোদ্ধাদের সাথে লড়াই করছে। তালেবানের রাজনৈতিক কার্যালয়ের প্রধান বারাদারের সাথে যোগ দেবেন প্রয়াত তালেবান প্রতিষ্ঠাতা মোল্লা ওমরের ছেলে মোল্লা মোহাম্মদ ইয়াকুব এবং সরকারের ঊর্ধ্বতন পদে শের মোহাম্মদ আব্বাস স্তানেকজাই।