নিজস্ব সংবাদদাতাঃ প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডের্ন জানান, ইসলামিক স্টেট গ্রুপের অনুপ্রাণিত এক হামলাকারী শুক্রবার নিউজিল্যান্ডের একটি সুপারমার্কেটে ছয়জনকে ছুরিকাঘাত করে। এরপর পুলিশ তাকে গুলি করে হত্যা করে। আর্ডের্ন বলেন, ২০১১ সালে নিউজিল্যান্ডে আসা এবং সন্ত্রাসী ওয়াচলিস্টে থাকা শ্রীলঙ্কার নাগরিক এই ব্যক্তি শহরতলির অকল্যান্ডের একটি শপিং মলে প্রবেশ করেন। একটি প্রদর্শনী থেকে একটি ছুরি বাজেয়াপ্ত করেন এবং ছুরিকাঘাতে লিপ্ত হন। তিনি আরও বলেন, "হামলা শুরু হওয়ার ৬০ সেকেন্ডের মধ্যে পুলিশ চালানোয় ছয়জন আহত হয়েছে। যার মধ্যে তিনজন গুরুতর জখম"।