মানি হাইস্ট’-এর ‘প্রফেসর’ বেশে ডিকের ছবি শেয়ার করল কেকেআর

author-image
Harmeet
New Update
মানি হাইস্ট’-এর ‘প্রফেসর’ বেশে ডিকের ছবি শেয়ার করল কেকেআর

নিজস্ব সংবাদদাতাঃ আজ মুক্তি পাচ্ছে জনপ্রিয় স্প্যানিশ সিরিজ ‘মানি হাইস্ট’-এর শেষ সিজনের প্রথমাংশ। সেই উপলক্ষ্যে সংশ্লিষ্ট সিরিজের মুখ্য চরিত্র ‘প্রফেসর’ বেশে ভারত এবং কলকাতা নাইট রাইডার্সের তারকা ক্রিকেটার দীনেশ কার্তিকের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করল কেকেআর।