দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর: ডেবরা কলেজে ভর্তির এসটি তালিকায় জেনারেল স্টুডেন্টের নাম নিয়ে বিতর্ক শুরু বিভিন্ন মহলে। যা নিয়ে সরব হয়েছে আদিবাসী সম্প্রদায়ের সংগঠনগুলি। এবং যা নিয়ে সোশ্যাল সাইটে ইতিমধ্যেই গুঞ্জন শুরু হয়েছে। প্রতিবাদে নেমেছে আদিবাসী সংগঠন ভারত মুন্ডা সমাজ। তারা ডেবরা কলেজের প্রিন্সিপলের সঙ্গে দেখা করে এই বিষয়টি লিখিত আকারে জানিয়েছে। এবং কলেজ থেকে তথ্য সংগ্রহ করেছে। তাদের অভিযোগ ডেবরা কলজের ওয়েব সাইটে ভর্তির জন্য এডুকেশন অনার্সে ২ নং সিরিয়ালে যেই নামটি আছে তার পদবি দাস। মুন্ডা সমাজের অভিযোগ দাস কখনো এস টি সম্প্রদায়ভুক্ত হয় না। তাই তারা এ বিষয়ে আন্দোলনে নামবে। যার নাম এই লিস্টে বেরিয়েছে সেই ছাত্রীটি সবংয়ের বাসিন্দা।আর এই ঘটনার পর রীতিমত শোরগোল পড়েছে ডেবরা কলেজে।পুরো বিষয়টি নিয়ে বিভিন্ন দপ্তরে অভিযোগ জানিয়ে তথ্য সংগ্রহ করা হবে, কীভাবে ইস্যু হলো এই সার্টিফিকেট, জানান সংগঠনের সদস্যরা।