টোকিও প্যারালিম্পিক্সঃ পরাজিত হল ভারতের পারুল পারমার-পলক কোহলি জুটি

author-image
Harmeet
New Update
টোকিও প্যারালিম্পিক্সঃ পরাজিত হল ভারতের পারুল পারমার-পলক কোহলি জুটি

নিজস্ব সংবাদদাতাঃ টোকিও প্যারালিম্পিক্সে শুক্রবার প্যারা-ব্যাডমিন্টনে মহিলাদের ডাবলস ইভেন্টের গ্রুপ পর্বের ম্যাচে পরাজিত হল ভারতের পারুল পারমার এবং পলক কোহলির জুটি। স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে টুইট করে সংবাদটি জানানো হয়েছে।