তারঘেরা জঙ্গলে ঢুকে সেগুন গাছ কাটার অভিযোগে গ্রেপ্তার ১

author-image
New Update
তারঘেরা জঙ্গলে ঢুকে সেগুন গাছ কাটার অভিযোগে গ্রেপ্তার ১

সুদীপ ব্যানার্জী, জলপাইগুড়ি:  তারঘেরা জঙ্গলে ঢুকে সেগুন গাছ কাটার অভিযোগে গ্রেপ্তার করা হল এক ব্যাক্তিকে। বুধবার গভীর রাতে জলপাইগুড়ি জেলার তারঘেরা রেঞ্জ অফিসের অন্তর্গত মেচবস্তি বিট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রেঞ্জ অফিসার শুভজিৎ মৈত্র জানান, গতকাল গভীর রাতে ডামডিম গ্রাম পঞ্চায়েতের বেতগুড়ি নামজি লাইনের চার দুষ্কৃতী মেচবস্তি বিটের জঙ্গলে ঢুকে সেগুন গাছ কাটার চেষ্টা করছিল। বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছোতে দুষ্কৃতীদের মধ্যে তিনজন পালিয়ে যায়। বাকি একজনকে ধরে ফেলেন বনকর্মীরা। ধৃতকে তারঘেরা রেঞ্জ অফিসে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করে বাকি তিনজনের নাম-ঠিকানা জানা যায়। উদ্ধার করা হয়েছে গাছ কাটার সরঞ্জামও। জানা গিয়েছে, চেল নদী পেরিয়ে রাতের অন্ধকারে তারা জঙ্গলে প্রবেশ করেছিল। বৃহস্পতিবার ধৃতকে জলপাইগুড়ি জেলা আদালতে পেশ করা হয়েছে। বাকি তিনজনের খোঁজ চলছে।