বন্ধ হয়ে যাওয়া কোকওভেন প্ল্যান্টের যন্ত্রাংশ বিক্রি করে দেওয়ার অভিযোগ

author-image
New Update
বন্ধ হয়ে যাওয়া কোকওভেন প্ল্যান্টের যন্ত্রাংশ বিক্রি করে দেওয়ার অভিযোগ

হরি ঘোষ, দুর্গাপুর: শিল্পের জমিতে প্রোমোটারি করতে দেওয়া হবে না। প্রতিবাদে দুর্গাপুর মহকুমা শাসকের দফতরের সামনে বিক্ষোভ সিপিআইএমের। সিধু কানহু স্টেডিয়ামের সামনে থেকে পদযাত্রা করে বৃহস্পতিবার দুর্গাপুর মহকুমা শাসকের দফতরের সামনে বিক্ষোভ দেখান সিপিআইএম কর্মী সমর্থকরা। রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও সিআইটিইউ জেলা সাধারণ সম্পাদক বংশগোপাল চৌধুরীর অভিযোগ, ডিপিএলকে পরিকল্পিতভাবে ধ্বংস করার চেষ্টা করা হচ্ছে। জেলা সিপিআইএমের সম্পাদক মন্ডলীর সদস্য পঙ্কজ রায় সরকারের দাবি, বন্ধ কারখানার জমিতে কারখানা করতে হবে। তাঁর অভিযোগ, রাজ্য সরকারের অধীনস্থ সংস্থা ডিপিএলের কোকওভেন প্লান্টকে বিক্রি করে দেওয়ার চক্রান্ত চলছে,যেটা কোনোভাবেই তারা বরদাস্ত করবে না। এই আন্দোলনের পরও যদি পরিস্থিতির না বদলায় তাহলে শিল্পাঞ্চলের শিল্পকে বাঁচানোর স্বার্থে আরো বড় আন্দোলনে সামিল হবেন।“  বন্ধ হয়ে যাওয়া কোকওভেন প্ল্যান্টের যন্ত্রাংশ বিক্রি করে দেওয়ার অভিযোগও করেন তাঁরা।