হরি ঘোষ: বৃহস্পতিবার ভোররাতে কাঁকসার বিষ্ণুপুরে সেচের কাজে ব্যবহৃত টুমনি নদীর উপর চেক ড্যামের লকগেট ভেঙে জলশূন্য হয়ে যায় চেক ড্যাম। মাথায় হাত চাষীদের।লকগেট ভেঙ্গে যাওয়ায় জমা জল বেরিয়ে যায়। এবার কি করে চাষ হবে ভেবে মাথায় হাত পড়েছে চাষীদের। চেক ড্যামের মাধ্যমে বিষ্ণুপুর শিবপুর,অজয়পল্লী সহ বেশ কয়েকটি গ্রামের কয়েক হাজার বিঘা জমিতে চাষ হতো। সেচের কাজে ব্যবহার হতো এই চেক ড্যামের জল। বৃহস্পতিবার ভোররাতে আচমকাই চেক ড্যামের লকগেট ভেঙ্গে যাওয়ায় এখন কয়েক হাজার চাষীর কপালে চিন্তার ভাঁজ। 2017 সালে দুর্গাপুর পূর্ব বিধানসভার বিধায়ক প্রদীপ মজুমদারের হাত ধরে গড়ে উঠেছিল চেক ড্যাম চাষীদের সুবিধার্থে। অবিলম্বে মেরামত না হলে হাজার হাজার বিঘা জমির ধান নষ্ট হয়ে যাবে সেচের জলের অভাবে জানাচ্ছেন চাষীরা। দুর্গাপুর পূর্ব বিধানসভার বিধায়ক প্রদীপ মজুমদার জানান, তিনি খবর পাওয়া মাত্র আধিকারিকদের বিষয়টি জানিয়েছেন। এবং তিনি দ্রুত সমস্যা সমাধানের ব্যবস্থা করা হবে বলে জানান।