নিজস্ব সংবাদদাতাঃ
বিমানে চড়ে বেড়াতে গিয়েছেন আপনি। গন্তব্যে পৌঁছে লাগেজ বেল্টে গিয়ে দাঁড়িয়েছেন। অন্যদের মতো অপেক্ষায় আপনিও। একে একে লাগেজ আসছে। এমন সময় দেখলেন একতাল কাঁচা মাংস আসছে। আঁতকে ওঠাই স্বাভাবিক, তাই নয় কি? এমন ঘটনাই ঘটেছে মার্কিন মুলুকের ওয়াশিংটনের সিয়াটেলের বিমান বন্দরে। প্রত্যক্ষদর্শীরা ভয়ে, আতঙ্কে সেঁধিয়েছেন।
ঘটনার ভিডিয়োটি ভীষণরকম ভাইরাল হয়েছে নেটমাধ্যমে। সেটি ইনস্টাগ্রামে পোস্ট করেছে টি এস এ (ট্রান্সপোর্টেশন সিকিওরিটি অ্যাডমিনিস্ট্রেশন)। বলেছেন, মাংসগুলি একটি কৌঠোয় করে তোলা হয়েছিল বিমানে। তারপর বেরিয়ে আসে কৌটো থেকে। এর মধ্যে রয়েছে রসিকতাও। লেখা হয়েছে, চিকেন কি উড়তে পারে? পরমার্শ দেওয়া হয়েছে, এভাবে কাঁচা মাংস নিয়ে যাত্রা করলে, ভাল করে প্যাক করা দরকার। না হলে এই ধরনের ঘটনাই ঘটবে বারবার।