নিজস্ব সংবাদদাতাঃ
মঙ্গল গ্রহের পৃষ্ঠদেশ থেকে পাথর এবং নমুনা সংগ্রহের জন্য একজন ‘রোবট জিওলজিস্ট’ হিসেবেই কাজ করছে নাসার মার্স রোভার পারসিভের্যান্স। লাল গ্রহের বুকে জিওলজিক্যাল অর্থাৎ ভূগাঠনিক আবিষ্কার এবং নমুনা সংগ্রহের জন্য সঠিক জায়গা নির্ভাচন করাও এই রোভারেরই কাজ। এর পাশাপাশি পারসিভের্যান্সের ফাইনাল টাস্ক হল নমুনা সংগ্রহ করে সেইসব স্পেসিমেন্ট পৃথিবীরে থাকা গবেষকদের কাছে সঠিক উপায়ে পাঠানো। কারণ এইসব নমুনা বিভিন্ন পদ্ধতিতে পরীক্ষা নিরীক্ষা করলে তবেই মঙ্গল গ্রহে প্রাণের অস্তিত্ব আদৌ কোনওদিন ছিল কি না, তার হদিশ জানাতে পারবেন বৈজ্ঞানিকরা। মূলত প্রাণের অস্তিত্বের খোঁজেই মঙ্গল গ্রহে অভিযান চালাচ্ছে নাসা।
লাল গ্রহ থেকে কেমন পাথুরে নমুনা রোভার সংগ্রহ করবে তা বোঝার জন্য নাসার পারসিভের্যান্সে রয়েছে বিশেষ abrasion tool। অনেকসময়েই পাথরের উপরের আস্তরণ দেখে আদৌ তা সংগ্রহ করা উচিত কি না সেটা ঠিকভাবে বুঝতে নাও পারে রোভার। কারণ মঙ্গল গ্রহের পৃষ্ঠদেশে আবহাওয়াজনিত কারণে নানা নাটকীয় ভূগাঠনিক পরিবর্তন হয়। আর তাই পাথর দেখে তা সঠিক ভাবে জরিপ করে নেওয়ার জন্যই রয়েছে এই স্পেশ্যাল abrasion tool। এর সাহায্যে রোভার পাথরের উপরের আস্তরণে ড্রিল করে বা খুঁড়ে এবং অভ্যন্তরে অর্থাৎ পাথরের interior original features- এর কাছাকাছি পৌঁছোতে পারবে