রোগী মৃত্যু ঘিরে রণক্ষেত্র কাঁথি মহকুমা হাসপাতাল

author-image
New Update
রোগী মৃত্যু ঘিরে রণক্ষেত্র কাঁথি মহকুমা হাসপাতাল

নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুরঃ চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যু ঘিরে রণক্ষেত্রের চেহারা নিল পূর্ব মেদিনীপুর জেলা কাঁথি মহকুমা হাসপাতাল। ডাক্তার ও নার্সদের কর্তব্যে গাফিলতির অভিযোগ তুলে সোচ্চার হলেন মৃত রোগীর পরিবার ও আত্মীয়-স্বজনরা। মৃতের পরিবারের সদস্যরা হাসপাতালে গেটের সামনে বিক্ষোভ দেখাতে থাকে। সংবাদমাধ্যমের কর্মীদের কাছে পেয়ে কার্যত চিকিৎসকদের উপর ক্ষোভ উগড়ে দেন রোগী পরিবারের সদস্যরা।

জানা গেছে,  জুনপুট উপকূল থানার রঘুসর্দাদবাড় গ্রামের একটি অটো ভাড়া করে স্বাস্থ্যসাথী কার্ড করার জন্য দুয়ারে সরকার ক্যাম্পে যাওয়া হচ্ছিল। অসাবধানবশত যাএীবাহী অটোটি উল্টে যায়। গুরুতর জখম হন অক্ষয় বিজলি সহ পরিবারের সদস্যরা। তা্দের দ্রুত উদ্ধার করে কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। কাঁথি মহকুমা হাসপাতালে তখন ছিলেন না কোন চিকিৎসক এমনটাই পরিবারের অভিযোগ। কর্তব্যরত নার্সকে চিকিৎসার জন্য বারবার অনুরোধ করলেও কোনো গুরুত্ব দেয়নি বলে অভিযোগ।