লাভার্স পয়েন্টের প্রাকৃতিক সৌন্দর্য আপনার মন কেড়ে নেবে!

author-image
New Update
লাভার্স পয়েন্টের প্রাকৃতিক সৌন্দর্য আপনার মন কেড়ে নেবে!

নিজস্ব প্রতিনিধি, তিস্তা: দার্জিলিং বেড়াতে গেলে অবশ্যই যাবেন তিস্তা। দার্জিলিং থেকে যে কোনো গাড়ি করে ৩৫ কিমি রাস্তা। প্রায় দু ঘন্টার পাহাড়ী পথে সফর। রয়েছে তিস্তা সহ দুটি নদীর সংযোগ স্থল।রয়েছে শীতল জলে ট্র‍েকিং করার সুযোগ। ভাড়া প্রায় ৪০০০-৪৫০০ টাকা। সঙ্গে দুজন গাইড থাকবে। অপরদিকে এই তিস্তা যাওয়ার পথেই পড়বে লাভার্স ভিউ পয়েন্ট। যেখান থেকে তিস্তা নদীর মিলন স্থল অর্থাৎ ত্রিবেনী সঙ্গম লক্ষ্য করা যাবে পাহাড়ের ওপর থেকে। পাশাপাশি ঠান্ডা পরিবেশে এই লাভার্স পয়েন্টে বেশ কিছুক্ষন কাটিয়ে যেতে পারেন। কারণ এই লাভার্স পয়েন্টের প্রাকৃতিক সৌন্দর্য আপনার মন কেড়ে নেবে।