নিজস্ব সংবাদদাতাঃ ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণ ১৪ বছর বয়সে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তার দূর সম্পর্কের এক আত্মীয় শিবাকামু দেবীকে ১৯০৪ সালে বিবাহ করেন তিনি।
পরিবারের তরফ থেকে দেওয়া হয় তার বিবাহ। বিবাহ সূত্রে তাদের ৫ জন কন্যা এবং ১ জন পূত্র জন্ম গ্রহন করেন। ৫৩ বছর বৈবাহিক বন্ধনে আবদ্ধ থাকার পর ১৯৫৬ সালে মারা যান শিবাকামু দেবী।