জেনে নিন ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণেণের স্নাতকোত্তর ডিগ্রির কিছু কথা

author-image
Harmeet
New Update
জেনে নিন ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণেণের স্নাতকোত্তর ডিগ্রির কিছু কথা

নিজস্ব সংবাদদাতাঃ ছোটোবেলা থেকেই মেধাবী ছাত্র ছিলেন ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণ। জীবনে কোনও পরীক্ষায় তিনি দ্বিতীয় হননি। অর্থের অভাব থাকলেও বৃত্তির টাকায় পড়াশোনা চালিয়ে গিয়েছিলেন তিনি। একবার তিনি তার এক দূর সম্পর্কের দাদার কাছ থেকে একটি দর্শনের বই পান। 



Teachers Day 2020: Birth Anniversary Of Dr Sarvepalli Radhakrishnan -  Interview Times



সেই থেকেই তিনি ঠিক করেন তিনি দর্শন বিষয়ে উচ্চ শিক্ষা লাভ করবেন। তিনি গবেষণার জন্য "বেদান্ত দর্শনের বিমূর্ত পূর্বকল্পনা " বিষয়ে একটি প্রবন্ধ লেখেন। সেই প্রবন্ধ পড়ে খুবই খুশি হন অধ্যাপক অ্যালফ্রেড জর্জ হগ। এরপরেই ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণের জীবনের মাত্র ২০ বছর বয়সেই সেই প্রবন্ধ ছেপে প্রকাশ পায়। যারফলে বিশ্বব্যাপী খ্যাতি পান তিনি।