সুদীপ ব্যানার্জী, আলিপুরদুয়ার: চাষের জমি থেকে উদ্ধার পূর্ণ বয়স্ক এক অজগর। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের জটেশ্বর ২ এলাকার মুজনাই নদী লাগোয়া ক্ষীরেরকোট গ্রামে। বুধবার এক কৃষকের চাষের জমি থেকে উদ্ধার হয় ওই ৬ ফুট লম্বা একটি বার্মিজ অজগর। মাছ ধরার জালে অজগরটি আটকে ছিল বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।এদিন সকাল নাগাদ স্থানীয় বাসিন্দারা জমিতে চাষ করতে গিয়েই অজগরটি দেখতে পায়। এরপরই খবর দেওয়া হয় বন দফতরের দলগাওঁ রেঞ্জে। বনকর্মীরা এসে অজগরটি উদ্ধার করে নিয়ে যায়। দলগাওঁ রেঞ্জ সূত্রে জানা গিয়েছে, বার্মিজ অজগর জলে থাকে। তাই নদী পথেই হয়তো ওই এলাকায় ঢুকে পড়েছে।