আবিষ্কার হল 'World's Northernmost Island'

author-image
Harmeet
New Update
আবিষ্কার হল 'World's Northernmost Island'

​নিজস্ব সংবাদদাতাঃ ছোটবেলায় স্কুলে ভূগোল ক্লাসে শিক্ষক বা শিক্ষিকারা যখন চোখের সামনে বিশ্বের মানচিত্র খুলে ধরতেন, তখন বিস্মিত হয়নি এমন ছাত্র-ছাত্রী বোধহয়। নাম না জানা কত দেশের সঙ্গে সঙ্গে আজব সব জিনিসের খোঁজও পাওয়া যেত। তার মধ্যেই অন্যতম ছিল সবচেয়ে শীতের জায়গায় গ্রিনল্যান্ড। বরফের পুরু চাদরে ঢাকা গ্রিনল্যান্ডে, তুষার ভাল্লুক ছাড়াও যে রয়েছে রহস্য-রোমাঞ্চের অমোঘ টান, তার প্রমাণ আরও একবার পাওয়া গিয়েছে। সম্প্রতি ডেনমার্কের একদম ‘আর্কটিক রিসার্চার’ অদ্ভুত ভাবেই বিশ্বের northernmost island আবিষ্কার করে ফেলেছেন। ওই দলের গবেষকরা জানিয়েছেন, গ্রিনল্যান্ডের উপকূলেই রয়েছে এই দ্বীপ। সদ্য আবিষ্কৃত এই নতুন দ্বীপের এখনও নাম ঠিক করা হয়নি। তবে Oodaaq দ্বীপ থেকে এই দূরত্ব ৭৮০ মিটার। গ্রিনল্যান্ডের northernmost point তো বটেই পৃথিবীরও most northerly পয়েন্ট Cape Morris Jesup এলাকায় অবস্থিত এই আইল্যান্ড বা দ্বীপ। ছোট্ট এই দ্বীপের আয়তন 30 by 60 meters। সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র ৩ বা ৪ মিটার উঁচু। গ্রিনল্যান্ডের ভাষায় (Greenlandic) the northernmost island- কে বলা হয় Qeqertaq Avannarleq। শোনা যাচ্ছে, নতুন আবিষ্কৃত দ্বীপের নাম নাকি Qeqertaq Avannarleq রাখার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।