সুদীপ ব্যানার্জী, উত্তর দিনাজপুর: একাদশ শ্রেণিতে ভর্তির দাবিতে উত্তপ্ত হয়ে উঠল উত্তর দিনাজপুর জেলার চোপড়ার সোনাপুর এলাকা। মঙ্গলবার সোনাপুরহাট মহাত্মা গান্ধি হাইস্কুলের পড়ুয়ারা ৩১ নম্বর জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ দেখায়। নিজের স্কুলেই একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ না পেয়ে এদিন আন্দোলনে নামে ক্ষুব্ধ পড়ুয়ারা। স্কুল সূত্রে জানা গিয়েছে, এবার সংসদের নির্দেশে ইতিমধ্যে স্কুলের ৪০০ পড়ুয়াকে একাদশ শ্রেণিতে ভর্তি নেওয়া হয়েছে। বাকি পড়ুয়াদের ভর্তির বিষয়ে অনুমতি চাওয়া হয়েছে। স্কুল সূত্রের খবর, কলা বিভাগের ৯৭ জন ও বিজ্ঞান বিভাগে বেশ কয়েকজন পড়ুয়া রয়েছে। তাদের এখনও ভর্তি নেওয়া সম্ভব হয়নি।এই ঘটনার জেরে এদিন প্রায় দেড় ঘণ্টা অবরোধ চলে। সোনাপুর বাসস্ট্যান্ডে জড়ো হয়ে বিক্ষোভ দেখায় পড়ুয়ারা। এতে শামিল হন অভিভাবকরাও। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি সামাল দেওয়া চেষ্টা করে। পরে অবশ্য ঘটনাস্থলে প্রধান শিক্ষক গিয়ে ভর্তির বিষয়ে আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় ছাত্র-ছাত্রীরা।