ভাঙা সেতু এবং শিক্ষাকেন্দ্র পুনর্নির্মাণের দাবিতে রাস্তা অবরোধ

author-image
New Update
ভাঙা সেতু এবং শিক্ষাকেন্দ্র পুনর্নির্মাণের দাবিতে রাস্তা অবরোধ

সুদীপ ব্যানার্জী, জলপাইগুড়ি: দীর্ঘ তিন বছরেও মেরামত হয়নি গ্রামের রাস্তা পারাপারের একমাত্র  সেতু। নদী ভাঙ্গনের ফলে বিধ্বস্ত হয়েছে এই সেতু। পাশাপাশি নদীগর্ভে তলিয়ে যেতে বসেছে এলাকার একটি শিশু শিক্ষাকেন্দ্র এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্র। গত তিন বছর ধরে এই সমস্যা চলতে থাকলেও এখনও কোনও পদক্ষেপ করা হয়নি বলে অভিযোগ। সোমবার এই অভিযোগে পূর্ত সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে জলপাইগুড়ি জেলার নাগরাকাটার মনমোহনধূড়া গ্রামের ক্ষুব্ধ বাসিন্দারা। দ্রুত ভাঙা সেতু এবং শিক্ষাকেন্দ্র দুটি পুনর্নির্মাণ করে দিতে হবে বলে দাবি তাঁদের। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ২০১৮ সালে সুখানি নদীর প্রবল জলস্ফীতির কারণে ওই গ্রামটিতে ঢোকার সেতু ভেঙে যায়। নদীর পাশে থাকা একটি শিশু শিক্ষাকেন্দ্র নদীগর্ভে তলিয়ে যেতে বসেছে। এবারের বর্ষায় নদী ভাসিয়ে নিয়ে যেতে শুরু করেছে শিশু শিক্ষাকেন্দ্রের পাশে থাকা একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রও। পাশাপাশি শুরু হয়েছে ব্যাপক হারে পাড়ভাঙ্গন। ফলে বিপন্ন হয়ে পড়েছে গ্রামটির একাংশ। বাসিন্দাদের অভিযোগ, প্রশাসনকে এ ব্যাপারে বারবার বলা হলেও কেউ কোনও পদক্ষেপ করেনি। যদিও এ ব্যাপারে পদক্ষেপ করা হচ্ছে বলে জানিয়েছেন প্রশাসনের কর্তারা।