দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর: মেদিনীপুর শহর ও শহরতলি এলাকায় গুলি চালানোর ঘটনায় মূল অভিযুক্তের পাশাপাশি আরো তিন অভিযুক্তকে গ্রেপ্তার করল কোতোয়ালি থানার পুলিশ। ধৃতদের বিরুদ্ধে মাদক এবং অস্ত্র আইনে মামলা দায়ের করেছে পুলিশ। তোলা চেয়ে ভয় দেখানোর অভিযোগ জমা পড়লে তোলাবাজি ধারায় মামলা রুজু করা হবে। পুলিশ সুপার দীনেশ কুমার সাংবাদিক বৈঠক করে বলেন, ঘটনার দু'ঘন্টার মধ্যে মূল অভিযুক্ত সুনীল সিং ওরফে মোটা রাজাকে গ্রেপ্তার করা হয়েছিল। ঘটনার ২৪ ঘন্টার মধ্যে আরো তিন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃত সাহিল ঘোষ, ধীমান ঘোড়াই এবং সৌরভ ঘোষ ওরফে বুকাই এদের কাছ থেকে তিনটি ম্যাগজিন, তিনটি দেশীয় বন্দুক, ১২ রাউন্ড কার্তুজ, ১টি মোবাইল এবং ২৬ কেজি গাঁজা উদ্ধার হয়েছে। অপরদিকে এই ঘটনায় যে সমস্ত ওসি, আইসি ও অনান্য পুলিশ কর্মীরা কঠোর পরিশ্রম করে এই পান্ডা ও তার সাকরেদদের ধরেছে তাদের ধন্যবাদ জানিয়েছেন জেলার পুলিশ সুপার দীনেশ কুমার।