হরি ঘোষ, রানীগঞ্জ: রানীগঞ্জের নিমচা ফাঁড়ি এলাকার ওল্ড মাইনস এলাকায় নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি লাগানোর বিষয়কে ঘিরে ইসিএল ও স্থানীয় এলাকার বাসিন্দাদের মধ্যে তিক্ততা স্পষ্ট হলো মঙ্গলবার। স্থানীয় এলাকার যুব সদস্যরা এ দিন নবীন শিশু পাঠশালা সংলগ্ন এলাকায় এক নেতাজি মূর্তির স্থাপনের উদ্যোগ নেয়। তারা নেতাজির আবক্ষ মূর্তিও নিয়ে এসে রাখে স্কুল সংলগ্ন এলাকায়। এরপরই তারা ওই মূর্তি স্থাপনের জন্য প্রচেষ্টা চালালে ইসিএল কর্তৃপক্ষ এলাকায় মূর্তি স্থাপন করতে দেওয়া যাবে না বলেই জানিয়ে দেয়। যুব সদস্যরা দাবি করেন, জামুড়িয়ার বিধায়কের লেটার প্যাড আবেদন জানালেও ইসিএল কর্তৃপক্ষ কোনো ইতিবাচক ব্যবস্থা গ্রহণ করেননি। এ বিষয়ের প্রেক্ষিতে যুব সদস্যরা একপ্রকার নিরাশ হয়ে সংলগ্ন এলাকায় স্কুলের মধ্যে মূর্তি রেখে ইসিএল ম্যানেজমেন্ট-এর কাছে দাবি করতে থাকে যে মনীষীদের মূর্তি যেন তাদের এলাকার যুব সদস্যদের ভাবমূর্তি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে তারই লক্ষ্যে তারা মূর্তি স্থাপন করতে চাইছেন, অথচ ইসিএল কর্তৃপক্ষ তাদের সেই সাধু উদ্যোগকে বাধা দিচ্ছেন। এ বিষয়ের প্রেক্ষিতে নিমচা ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে।