দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর: আমি আমার পুরানো বন্ধুদের বলছি আপনার রাজনীতির উর্ধে উঠুন। নাম করে তৃণমূল নেতাদের কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আজ ডেবরার জোতনারায়ন এলাকায় এসে একটি ক্লাবের রক্তদান শিবিরে এমনই মন্তব্য করেন। পাশাপাশি তিনি বলেন, “ওই দলে এখনও অনেকেই আছেন যারা আমার কাছ থেকে অনেক ভাবে উপকৃত। তারা আজ রাস্তায় পতাকা টাঙিয়েছে। যেখানে বিজেপির কোনো পতাকাই নেই। তাই আমি বলি আপনারা রাজনীতির উর্ধে কাজ করুন।“ অপরদিকে এই নিয়ে তৃণমূল কংগ্রেসের ঘাটাল সাংগঠনিক ইউনিটের জেলা সভাপতি আশীষ হুদাইত বলেন, “হতাশা থেকে শুভেন্দু একথা বলছেন। তাছাড়া নির্বাচন পূর্বে বাহির থেকে ভাড়াটে লোকজন এনে রাস্তার ধারে বিজেপির পতাকা পুঁতে দিয়েছিলেন। নির্বাচন শেষ হয়ে গেছে এবং ভাড়াটে লোকজন বর্তমানে নেই, তাই বিজেপির পতাকা লাগানোর মত আর কেউ নেই।“