নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুরঃ পূর্ব ঘোষণা মতো মঙ্গলবার সকাল ৬ টা থেকে পশ্চিম মেদিনীপুর জেলার অন্যান্য জায়গার পাশাপাশি ঘাটাল মহকুমাতেও শুরু হয়েছে ২৪ ঘন্টার পেট্রোল পাম্প ধর্মঘট।চন্দ্রকোনায় রয়েছে অধিকাংশই ইন্ডিয়ান ওয়েল কোম্পানির পেট্রোল পাম্প,ধর্মঘটের কারণে সেগুলি সকাল থেকে বন্ধ থাকায় পাম্পে তেল ভরতে গিয়ে ফিরতে হচ্ছে বাইক আরোহী থেকে গণপরিবহনের চালকদের। এদিন সকাল থেকে চন্দ্রকোনায় পাম্পগুলিতে বোর্ড ঝুলিয়ে দেওয়া হয়েছে ধর্মঘট নিয়ে,কর্মীরা পাম্পে থাকলেও তেল নিতে আসা মানুষদের বুঝিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে এমনই ছবি দেখা যায় চন্দ্রকোনার পেট্রোল পাম্পগুলিতে।উল্লেখ্য,লাগাতার জ্বালানির দাম বৃদ্ধি হলেও পাম্প মালিকদের কমিশন বৃদ্ধি হয়নি,২০১৭ সালে শেষ কমিশন বৃদ্ধি হয়েছিল তারপর থেকে জ্বালানির দাম ক্রমাগত ঊর্ধ্বমুখী কিন্তু ডিলার থেকে পাম্প মালিকদের কমিশন একই রয়ে গেছে,ফলে করোনা পরিস্থিতিতে পুরানো কমিশনে পাম্প চালানো দুস্কর হয়ে পড়েছে মালিকদের,এছাড়াও আরও অন্যান্য এক গুচ্ছ দাবি নিয়ে এদিন ২৪ ঘন্টার পেট্রোল পাম্প ধর্মঘটে ওয়েষ্ট বেঙ্গল পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশন।