কেন শিক্ষক দিবস পালন করা হয়?

author-image
Harmeet
New Update
কেন শিক্ষক দিবস পালন করা হয়?

নিজস্ব সংবাদদাতাঃ ৫ ই সেপ্টেম্বর আমরা সকলেই ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণের জন্মদিন উপলক্ষে শিক্ষক দিবস পালন করে থাকি। তবে আপনারা কি জানেন কেন এদিন পালন করা হয় শিক্ষক দিবস? 

Happy Teachers' Day 2020 Sarvepalli Radhakrishnan 9 amazing facts | Happy  News – India TV



​ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণ যখন স্বাধীন ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি হিসাবে নিযুক্ত হন। তখন তার গুণমুগ্ধ কাছের মানুষেরা তার জন্মদিন পালন করতে চায়। তবে তিনি তাতে রাজি হননা। তার পরিবর্তে তিনি তাদেরকে জানান তার জন্মদিনের দিন শিক্ষক দিবস হিসাবে পালন করতে। সেই থেকেই ভারতে ৫ ই সেপ্টেম্বর শিক্ষক দিবস হিসাবে পালন করা হয়।