দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর: ডিলারদের কমিশন বৃদ্ধি সহ একাধিক দাবিতে মঙ্গলবার সকাল ছয়টা থেকে বুধবার সকাল ছয়টা পর্যন্ত রাজ্যজুড়ে পেট্রল পাম্প ধর্মঘটের ডাক দিয়েছে তিনটি রাষ্ট্রায়ত্ত তেল সংস্থার ডিলারদের যৌথ সংগঠন ওয়েস্ট বেঙ্গল পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশন। এর জেরে সমস্যায় পড়েছেন মানুষজন। না জানতে পেরে পেট্রল পাম্পে গিয়ে ফিরে আসতে হচ্ছে। মেদিনীপুর শহরে এমনই ছবি দেখা গেল মঙ্গলবার। বর্ষায় ইথানল মিশ্রিত পেট্রোলের বিক্রি বন্ধ রাখা (যাতে ক্রেতাদের তরফে এই সময় তেলে জল মেশানোর অভিযোগ না ওঠে), সংস্থাগুলির থেকে কেনার সময় ডিলাররা প্রায় 1 শতাংশ পর্যন্ত তেল কম পান, তাই 'ফ্লো মিটার' (তেল গ্যাস মাপার যন্ত্র) মারফত সংস্থাগুলিকে তেল বিক্রি করা এবং পেট্রোল ও ডিজেল বিক্রিতে ডিলারদের কমিশন বাড়ানোর দাবিতে এই ধর্মঘট অ্যাসোসিয়েশনের। ধর্মঘটে হয়রানি বাইক সহ বিভিন্ন গাড়ির আরোহীদের। অনেকেই জানেন না পেট্রল পাম্প ধর্মঘটের কথা। নিত্য দিনের মতো এদিনও রাস্তায় বেরিয়ে দুর্ভোগে পড়েন মানুষজন। অনেকেই পাম্পে ঢুকে যান পেট্রোল নিতে। নোটিশ দেখে আবার ফিরে আসতে হয়। পেট্রল না পেলে বাকি পথ কিভাবে যাবেন তা নিয়ে সমস্যায় পড়েছেন তারা। গ্রামের দিকে চা, পান বা ভূষিমাল দোকানে পেট্রল, ডিজেল বোতলে ভর্তি করে বিক্রি হচ্ছে। সেইসব দোকানে পেট্রল নিতে ভিড় দেখা গিয়েছে ক্রেতাদের। আর এই সুযোগে পেট্রলের দামও বাড়িয়ে দিচ্ছেন দোকানদাররা। সেখানেও দুর্ভোগের সীমা নেই সাধারণ ক্রেতাদের।