নিজস্ব সংবাদদাতা: সন্তান বড় হওয়ার সাথে সাথে তার কিছু পরিবর্তন হয়। নানা রকম বন্ধুদের সঙ্গে মেলামেশা করে সে। গ্রহণ করে একাধিক কুঅভ্যাস। যেমন - ধূমপান, মদ্যপান। তবে এই অভ্যাস গুলো কেবল বাইরে থেকে গ্রহণ করে এমনটা নয়। ছোট থেকে বাড়িতে কাউকে নিত্য ধূমপান করতে দেখলে, একটা বয়সের পর তারও মনে হয় জিনিসটার স্বাদ নিয়ে দেখা যেতে পারে। তাই সন্তানকে ধূমপান মুক্ত রাখতে সবার আগে প্রয়োজন নিজের ধূমপান আসক্তি থেকে মুক্ত হাওয়া।