আফগানিস্তানে অচলাবস্থা, কাশ্মীরে বড়সড় হামলার আশঙ্কা

author-image
Harmeet
New Update
আফগানিস্তানে অচলাবস্থা, কাশ্মীরে বড়সড় হামলার আশঙ্কা

নিজস্ব সংবাদদাতাঃ আফগানিস্তানে অচলাবস্থা। কাশ্মীরে বড়সড় হামলার আশঙ্কা গোয়েন্দাদের। গত ১৫ দিনে অন্তত ১০টি অ্যালারট পাঠিয়েছে গোয়েন্দা সংস্থাগুলি। সূত্রের খবর, আফগানিস্তান দখলের পরেই পাক অধিকৃত কাশ্মীরে শুরু হয়েছে পরিকল্পনা। জম্মু-কাশ্মিরে অনুপ্রবেশের ছক তৈরি হচ্ছে। এমনকি সীমান্ত এলাকায় সন্দেহভাজন্দের গতিবিধি বেড়েছে। গোয়েন্দারা গোপন সূত্র মারফত জানতে পেরেছে, লস্কর, জৈশ, হিজবুল জঙ্গিদের গতিবিধি বেড়েছে। পুঞ্চের মেন্ধার এলাকা দিয়ে ঢুকতে পারে ৫ জঙ্গি। এছাড়া কাশ্মীরের জন্য লাহৌরে বসে ফান্ড সংগ্রহ করবে হাফিজ সইদ। শুধু তাই নয়, লস্কর-জৈশের সঙ্গে হাত মিলিয়েছে হাক্কানি গোষ্ঠী। আফগানিস্তানে নতুন জঙ্গি নেটওয়ার্কের নাম তহরিক-এ-তালিবান আমারাত।