নিজস্ব সংবাদদাতাঃ আফগানিস্তানে অচলাবস্থা। কাশ্মীরে বড়সড় হামলার আশঙ্কা গোয়েন্দাদের। গত ১৫ দিনে অন্তত ১০টি অ্যালারট পাঠিয়েছে গোয়েন্দা সংস্থাগুলি। সূত্রের খবর, আফগানিস্তান দখলের পরেই পাক অধিকৃত কাশ্মীরে শুরু হয়েছে পরিকল্পনা। জম্মু-কাশ্মিরে অনুপ্রবেশের ছক তৈরি হচ্ছে। এমনকি সীমান্ত এলাকায় সন্দেহভাজন্দের গতিবিধি বেড়েছে। গোয়েন্দারা গোপন সূত্র মারফত জানতে পেরেছে, লস্কর, জৈশ, হিজবুল জঙ্গিদের গতিবিধি বেড়েছে। পুঞ্চের মেন্ধার এলাকা দিয়ে ঢুকতে পারে ৫ জঙ্গি। এছাড়া কাশ্মীরের জন্য লাহৌরে বসে ফান্ড সংগ্রহ করবে হাফিজ সইদ। শুধু তাই নয়, লস্কর-জৈশের সঙ্গে হাত মিলিয়েছে হাক্কানি গোষ্ঠী। আফগানিস্তানে নতুন জঙ্গি নেটওয়ার্কের নাম তহরিক-এ-তালিবান আমারাত।