নিজস্ব সংবাদদাতাঃ ২০ বছরের যুদ্ধ শেষ করে গত রাতে কাবুল ছেড়েছে মার্কিন সৈন্য। আমেরিকার ফেলে আসা বিপুল পরিমাণ অস্ত্র নিয়ে কী করবে তালিবান? বাকিটা জানা না গেলেও পেন্টাগন এটুকু নিশ্চিত করেছে যে আমেরিকার ফেলে আসা বিমান কোনোদিন আর ওড়ানো যাবে না। কাবুল বিমানবন্দর ছাড়ার আগেই সেগুলিকে বিকল করে দিয়ে আসা হয়েছে।
রকেট হামলার মোকাবিলা করার বিশেষ ‘রকেট ডিফেন্স সিস্টেম’গুলিও বিকল করে দেওয়া হয়েছে। হামি কারজাই বিমানবন্দরে আগেই নিয়ে আসা হয়েছিল মার্কিন সেনার অন্তত ৭৩টি বিমান। চেষ্টা করলেও তালিবান বা অন্য কেউ আর ওড়াতে পারবে না সেগুলি। অকেজো হয়েই আফগানিস্তানের মাটিতে পড়ে থাকবে সেগুলি। শুধু এয়ারক্রাফট নয়, হামভিজ নামে বেশ কয়েকটি গাড়িও ফেলে গিয়েছে আমেরিকা। শেষ বিমানে যে সব কিছু নিয়ে যাওয়া সম্ভব নয়, তা আগে থেকেই অনুমান করা হয়েছিল। তাই তালিবান যাতে সেগুলো ব্যবহার করতে না পারে, সেই ব্যবস্থাই করা হয়েছে।