নিজস্ব সংবাদদাতাঃ অ্যাডভেঞ্চার প্রেমীরা অনেকসময়ই এমন এক একটা স্টান্ট করে ফেলেন যা দেখে আঁতকে উঠবেন যে কেউ। সম্প্রতি এমনই এক রোমাঞ্চকর স্টান্টের ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই ভিডিয়োর প্রতিটি সেকেন্ডে জড়িয়ে রয়েছে রুদ্ধশ্বাস মুহূর্ত। সর্বক্ষণ একটা ‘কী হয় কী হয়’ ভাব। অথচ শিরদাঁড়ায় হিমশীতল স্রোত বইয়ে দেওয়ার মতো এই স্টান্ট দেখিয়েই রেকর্ড গড়েছে এক ব্যক্তি। রোমাঞ্চে ভরপুর তাঁর স্টান্ট দেখে রীতিমতো চমকে গিয়েছেন নেটিজ়েনরা। ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে, মাঝ আকাশে উড়ছে দুটো গ্যাসবেলুন। তার মাঝখানে জোড়া রয়েছে একটি পাটাতন, বিশেষ চওড়াও নয়। তার উপর দিয়েই হেঁটে চলেছেন এক ব্যক্তি। আর এই ভাবে হেঁটেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুলেছেন ওই ব্যক্তি। ভাইরাল হয়েছে তাঁর কাণ্ডকারখানা।