নিজস্ব সংবাদদাতাঃ উলটো দিকে বইছে নদীর জল। শুনতে অদ্ভুত লাগলেও হারিকেন ইডার প্রভাবে এমন দৃশ্যই ধরা পড়েছে মিসিসিপি নদীতে। সোমবার স্থলভাগে আছড়ে পড়ার পরই ক্যাটাগরি-৪ ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে ইডা। নদীর জল উত্তর থেকে দক্ষিণে বইলেও ঝড়ের প্রভাবে দক্ষিণ থেকেই উত্তরে বয়ে যাচ্ছে নদীর জল।
ঘূর্ণিঝড় ইডা কতটা ভয়ঙ্কর আকার ধারণ করেছে, তার একাধিক প্রমাণ মিলেছে ইতিমধ্যেই। সোশ্যাল মিডিয়া জুড়ে কোথাও নদীর উল্টো গতিপথ, কোথাও আবার আস্ত বাড়ি হাওয়ায় উপড়ে যাওয়ার ভিডিয়ো ভাইরাল হয়েছে।
জানা গিয়েছে, ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রতি ঘণ্টায় ২৪০ কিমি বেগে হাওয়া বইছে। বিধ্বংসী ঝড় উঠেছে গ্রান্ড আইলের লুইসিয়ানা অঞ্চলে। ঘূর্ণাবত থেকেই শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হওয়া ইডা মঙ্গলবারের মধ্যেই মিসিসিপি ও টেনেসিতে আছড়ে পড়তে পারে। মার্কিন আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, বর্তমানে পোর্ট ফোরকনের উপকূল পার করেছে ঘূর্ণিঝড় ইডা। ঝড়ের প্রভাবে বিদ্যুৎ সংযোগ ছিন্ন হয়ে গিয়েছে ৩ লক্ষ ২ হাজারেরও বেশি বাড়ি ও অফিসে। প্রবল বৃষ্টির জেরে বন্যা পরিস্থিতিরও সৃষ্টি হয়েছে।